জেনেনিন কি ভাবে ল্যাপটপ বা কম্পিটার এ কানেক্টেড wifi password key বের করতে হয় - nbcbangla

ল্যাপটপে কানেক্টেড wifi password কি করে জানবেন জেনেনিন - nbcbangla


খুব সহজেই ল্যাপটপে কানেক্টেড থাকা wifi এর password বের করা যায়। এটা অনেকেই জানেন। তবু কম্পিউটারের নতুন ব্যবহারকারীদের জন্যই আজকের এই লেখা। এই পদ্ধতিতে ডেস্কটপও যদি ওয়াইফাই রিসিভার দিয়ে কানেক্টেড থাকে সে ক্ষেত্রেও ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায়।

কম্পিউটারের Start মেনু থেকে Control Panel ওপেন করুন। এখান থেকে Network and Sharing Centre এ ক্লিক করুন। এরপর Connections এর পাশে Wifi Name এর উপর ক্লিক করলে পপ আপ উইন্ডো আসবে। সেখানে Wireless Properties এ ক্লিক করলে Wireless Network Properties ওপেন হবে। এবার Connection এর পাশের Security ট্যাবে ক্লিক করুণ। এখানেই আমরা পাবো পাসওয়ার্ড। পাসওয়ার্ড ভিজিবল করতে Show characters বক্সটিতে টিক মার্ক দিয়ে দিন। ব্যাস আমরা পেয়ে গেলাম আমাদের কাংক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড।

লেখা পড়ে বুঝতে অসুবিধা হলে ভিডিও গাইড পাবেন এখানে।

কোন এ্যাপ ইন্সটল ছাড়াই Android মোবাইলে কানেকটেড থাকা ওয়াইফাই পাসওয়ার্ড ও যে দেখা যায় সেটা কি জানেন? আগামী টিউটোরিয়াল ইনশা আল্লাহ সেটা নিয়েই।

সে পর্যন্ত প্রযুক্তি প্রিয় বন্ধুরা ঘরে থাকুন, নিরাপদে থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য।

Post a Comment

0 Comments