যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়ার আগে লক্ষণীয় যে বিষয়গুলো অবশ্যই মনেরাখা উচিত ২০২০ - nbcbangla
আমরা অনেকে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে আগ্রহি থাকি।কিন্তু সকল ব্যাংকের অফার ফেসালিটি এক রকমের হয় না।বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের হয়ে থাকে।কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড নেওয়ার সময় যে বিষয় গুলো অবশ্যই মনে রাখতে হবে এবং প্রতিষ্ঠান এর কাছ থেকে জেনে নিবেন।১) ১২-১৮ ট্রাঞ্জেকশনে পরের বছর ফি ওয়েভ পাওয়া যায় কিনা?
২) কত টাকা খরচ করলে একটা ট্রাঞ্জেকশন ধরবে।
৩) বছরে কত টাকা খরচ করতে হবে?
৪) পজ, এটিএম, অনলাইন, মোবাইল রিচার্জের এর বিষয়ে ধরাবাধা নিয়ম আছে কিনা যে এত গুলা লাগবে, নাহলে দিবে না।
৫) এয়ারপোর্টে ফ্রি লাউঞ্জ পাওয়া যাবে কিনা
৬)হিডেন কি কি চার্জ আছে বা কি কি কারনে চার্জ আসতে পারে।
৭) ইস্যুয়েন্স চার্জ আছে কিনা
৮) বিএফটিএন এ টাকা পরিশোধ করা যায় কিনা
৯) বিদেশে বা দেশে অবস্থানকালীন সময়ে কতবার লেট পেমেন্ট গ্রহণযোগ্য পরের বছর কার্ড ফি ওয়েভ এর বিষয়ে
১০) অনলাইন পেমেন্ট, BOGO, EMI সুবিধা আছে কিনা
উল্লেখিত বিষয় ছারাও আরও প্রতিষ্ঠানেরর নানা বিধ শর্ত থাকতে পারে সেগুলো নিজ দায়িত্বে প্রতিষ্ঠান থেকে জেনে নিবেন।
0 Comments