এসে গেলো সিম্ফনির নতুন চমক Z16 নতুন দুটি মডেল - nbcbangla 


লেটেস্ট অপারেটিং সিস্টেম এন্ডয়েড ১০.

এর স্টাইলিস ডিজাইন অার দারুন কম্বিনেশন কালারে অাপনার মন কাড়বেই,

 ত্রিপুল ক্যামেরায় দুর্দান্ত ছবি তুলতে পারবেন এবং  ব্যাক ক্যামেরাতে অাল্ট্রা ওয়াইড এঙ্গেলে ছবি তুলতে পারবেন।

যার কারনে ছবি তোলার ফান হবে অানলিমিটেড।

অাপনার ফোনের সিকিউরিটি নিশ্চিত করতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সহ ফেইস অানলক।

আরও আছে ৬.৫২" ভি-নচ, বিগ ডিসপ্লে, যার জন্য গান - ফান দেখতে পারবেন ভালোভাবে কোন সমস্যা ছারায়।

১.৮ অক্টাকোর প্রসেসরে ফোন চলবে অারো দ্রুত গতিতে

২ জিবি র্যাম ৩২ জিবি ফোন স্টোরেজ থাকছে

অাপনার ফোনের শক্তি সঞ্চয় করার জন্য থাকছে ৪০০০ এমএএইচ বিগ ব্যাটারী।

সর্বোচ্চ নেটওয়ার্কের  গতি পাওয়ার জন্য 4 G  পাশাপাশি থাকছে
( VoLTE Enable)

এবং ফোনটির সাথে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর ট্রান্সপারেন্ট ব্যাক কভার একদম ফ্রি।

Z16 ফোনটি পাচ্ছেন অনলি ৮২৯০ টাকায়।

পাওয়া যাচ্ছে সকল সিম্ফনি শোরুম এ।