কি ভাবে আপনার এন্ড্রয়েড মোবাইল থেকে ইন্টারনেট আপনার কম্পিটার বা ল্যাপটপে ব্যাবহার করবেন? - nbcbangla


মডেম ছারা আমরা যে ভাবে কম্পিটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যাবহার করতে পারি। আমরা অনেকই মোবাইলে ইন্টারনেট ব্যাকহার করি।বাসায় অনেকেরই ল্যাপটপ বা পিসি ব্যাবহার করি।পিসি বা কম্পিটার এ মডেম ছারা ইন্টারনেট ব্যাবহার করতে পারি না বা জানিনা।চলুন জেনে নেই কি ভাবে আপনি মডেম ছারা কম্পিটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যাবহার করবেন।

কম্পিটার ওপেন করবেন।এবং ইঊ এসবি কেবল আপনার কম্পিটার বা ল্যাপটপে ইন্সটল করবেন।এবং আপনি যে মোবাইলে ইন্টানেট ব্যাবহার করবেন তার সাথে কানেক্ট করবেন।

আপনার মোবাইলেরর ডাটা অনকরে সেটিং অপশনে যাবেন।ইউএসবি থেয়ারিং অপশনটা চালু করবেন।কানেক্ট ডাটা টু ইউএসবি অপশনটা অন করে বা এনাবল করে দিবেন।ব্যাস কাজ শেষ,এখন আপনি কম্পিটার  বা ল্যাপটপে ব্যাবহার করতে পারবেন।

Connect your phone with PC by USB cable, select USB tethering to your phone screen. Then start your mobile internet. All work done, Now you can use internet on your PC.

আপনার কম্পিটার বা ল্যাপটপে মোবাইল থেকে ওয়াফাই এর মাধ্যেমে কি ভাবে ইন্টারনেট ব্যাবহার করবেন তার বিস্তারিত এখানে দেখুন।

আপনি যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কে মেসেজ করবেন আমরা আপনাকে সাহায্য করবো।যোগাযোগের ঠিকানা Contuct Us।
 ধন্যবাদ  nbcbangla.com এর সাথে থাকার জন্য।প্রয়োজনে পরে ব্যাবহার করার জন্য পোষ্টটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রাখতে পারেন।

অন্যকোন যে কোন প্রকার সাহায্যর জন্য আমাদের কমেন্টস করতে পারেন আমরা করার চেষ্টা করবো।