সামান্য তেই স্টরয়েড steroid medicine না বলি।জীবন বাচাঁতে জানুন সামান্য অসুস্থতায় স্টরয়েড মেডিসিন ব্যাবহারে কুফল - nbcbangla
রিউমাটয়েড_আর্থ্রাটিস এর রোগি( জয়েন্টে জয়েন্টে ব্যাথা
অনেক দিন যাবৎ Corticosteriod #cortan 20mg(প্রেডনিসোলন) খেয়ে যাচ্ছেন!
কিছু দিন পর
হোঁছট খেয়ে পড়ে গিয়ে Both #Wrist joint ও Pelvic Bone #fracture হয়েছে!
এখন প্রশ্ন হলো,
WHY অল্প আঘাতেই হাড় ভেংগে যেতে পারে এইসব স্টেরয়েড এক্সপ্রোজার রোগিদের?
সব নষ্টের মুল ওই ব্যাটা #Steroid!
কিভাবে:
Corticosteriod হচ্ছে লাইফ সেভিং ড্রাগস!
প্রতিনিয়ত আমরা এ্যাজমা,রিউমোটয়েড আর্থ্রাইটিস,SLE,ক্যান্সার,এইচআইভি বা বিভিন্ন ইনফেকশন রোগে আমরা প্রতিনিয়তও Low Dose কিংবা High Dose এ জীবনরক্ষাকারী ঔষুধ Cortiocosteriod বা Glucocorticoid ব্যবহার করে থাকি!যেমন, Prednisolone, Methyleprednisolone, Deflazacort,Dexomethasone etc.
কিন্তু এর Adverse Effects এর সমাধান কমই চিন্তা করা হয়।যেমন,
অনুসিদ্ধান্ত ১: Cortiocosteriod দীর্ঘদিন সেবনের ফলে Bone Loss হতে থাকে,সাধারণত Skeletal site এ বেশি।কারণ Corticosteriod Inhibit replenisment osteoblasts,reduce the synthesis of bone collagen and osteocalcin by existing osteoblast and promote osteoblast and osteocyte Apoptosis.
অনুসিদ্ধান্ত ২: Steriod আহার করলে দেহে Calcium উৎপ্নন কম হবে!ফলে Body তে ক্যালসিয়াম এর অভাব দেখা দিবে! কারণ Corticosteriod reduce the intestine absorption and increase Renal calcium excretion!
অনুসিদ্ধান্ত ৩: Corticosteriod দীর্ঘদিন ব্যবহারের ফলে Hypoparathyroidsm দেখা দিবে,ফলে Body তে lses Calcium produce হবে।এত Bone সহজে ভংগুর হবে।
সাথে কুসিং সিন্ডেম ডেভেলপমেন্ট করে
অনুসিদ্ধান্ত ৪: দীর্ঘদিন Corticosteriod আহারের ফলে Spinal reducing দেখা দিবে!কারণ Steroid Bind to specific receptors on the target cells and bring about the action.Hormone mostly acts at the transcription level and control the protein Synthesis.
অনুসিদ্ধান্ত ৫: দীর্ঘদিন Steroid ব্যবহারের ফলে Adrenal gland এ insufficiency দেখা দিবে।ফলে দেহের Hormonal imbalances হবে।এতে মিনারেল ও ক্যালসিয়াম ঘাটতি হবে!Malnutrition দেখা দিবে!দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে!Result, টিবি,এইচ আইভি,ক্যান্সার মরণ ব্যাধি হতে পারে!
অনুসিদ্ধান্ত ৬: যারা দীর্ঘদিন এ্যাজমার জন্য Steriod ইনহলার ব্যবহার করছেন,তাদের ক্ষেত্রেও Bone Density হওয়ার রিস্ক আছে!Results risk bone fracture!
অনুসিদ্ধান্ত ৭: Long time Steroid can leads to Cushing's syndrome, ফলে Hyperfunction of adrenal cortex!টিউমার হতে পারে adrenal cortex ও Pituitary gland এ!Cushing's syndrome মুলত Hyperglycemia(increased gluconeogenesis)- দেখা দিবে produce less calcium!
অনুসিদ্ধান্ত ৮: Glucocorticoid বা Corticosteriod, stimulate the fight and flight response of Catecholamines!
Bone formation হতে বাধা দান করে! সাথে দেহের immunity কে দুর্বল করে ফেলে!
আরো বিভিন্ন সাইড ইফেক্ট করতে পারে steroids!ডায়াবেটিকস, হার্টের রোগ,কিডনির রোগ ইত্যাদি।।
0 Comments