মেসিকে কাছে টানতে মাঠে নামলেন নেইমার - nbcbangla

মেসিকে কাছে টানতে মাঠে নামলেন নেইমার


নেইমার ও মেসি—বার্সায় যখন ছিলেন। পিএসজিতেও দেখা যাবে একসঙ্গে? 
নেইমার ও মেসি—বার্সায় যখন ছিলেন। পিএসজিতেও দেখা যাবে একসঙ্গে? ছবি: টুইটার
ঘোলা জলে বড় 'মাছ'টা শিকার করতে চাইছে পিএসজি?

অবস্থাদৃষ্টে তা মনে হওয়া অস্বাভাবিক কিছু না। বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি। খবরটা চাউর হওয়ার পর দলবদলের বাজারে নেমেছে বেশ কিছু ক্লাব। ম্যানচেস্টার সিটি দৌড়ে এগিয়ে থাকলেও মেসিকে পাওয়ার লড়াইয়ে পিএসজি শামিল হয়েছে। এটি কাল টুইটে জানান বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি। এবার জানা গেল, পিএসজির কাছে মেসিকে কেনার অনুরোধ করেছেন নেইমার। তবে ফরাসি ক্লাবটি বার্সাকে এখনো প্রস্তাব দেয়নি।

মেসি বার্সা ছারার কথা বলাতে বাড়ছে বিপত্তি। 

Post a Comment

0 Comments