সাগরে কোনো ছাড় দেওয়া হবেনা তুরসকের প্রেসিডেন্ট এরদোয়ান - nbcbangla

সাগরে কোনো ছাড় দেওয়া হবেনা তুরসকের প্রেসিডেন্ট  এরদোয়ান


ভূ-মধ্যসাগরের পূর্বাংশে তেল-গ্যাস অনুসন্ধানকে ঘিরে সমালোচনা ও নিন্দার মুখে পড়তে হয়েছে তুরস্ককে। তবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এসব উপেক্ষা করে বলেছেন, ভূ-মধ্যসাগরের পূর্বাংশ, এজিয়ান ও কৃষ্ণসাগরে আমাদের অধিকার আছে। আঙ্কারা তাদের অধিকারের সর্বোচ্চটুকু আদায় করবে, কোনো ছাড় দেবে না।

ডেইলি সাবাহর বরাতে জানা যায়, বুধবার তুরস্কের পূর্বাঞ্চলে অবস্থিত বিটলিস প্রদেশের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, আমাদের নজর অন্য রাষ্ট্রের এলাকার ওপর নেই। কারো সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার মতলবও আমাদের নেই। আশা করছি, অন্যান্য রাষ্ট্রও একই কাজ করবে।

তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে যা যা করা সম্ভব তা করতে আমরা দৃঢ় প্রতীজ্ঞ। অন্যান্য রাষ্ট্রগুলোর মনে রাখতে হবে যে, তুর্কি এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে ধৈর্য্য, দৃঢ়তা, সাহস এবং সুযোগ পরীক্ষা করে দেখার সুযোগ নেই। আমরা এখন সরাসরি প্রয়োগে বিশ্বাসী।

তিনি আরো বলেন, যদি গ্রিস মনে করে, আমরা ভুল করেছি, তাহলে সামনাসামনি আসুক এবং আমাদের মুখোমুখি অবস্থান করুক। তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। ভূ-মধ্যসাগরের বিষয়ে একটি বানোয়াট অভিযোগ নিয়ে হাজির হয়েছে। তারা যে ভুল করছে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে।

Post a Comment

0 Comments