কীট পতঙ্গ ও প্রাণীদের কামড়ে কি ব্যাবস্থা নিবেন আসুন জেনে নিই।
কুকুর বিড়াল কামড়ালেঃ
১) সাবান দিয়ে ক্ষতস্থান ধৌত করুন।
২)রক্তক্ষরণ হলে ব্যান্ডেজ বা কাপড় বেধে দিন।
৩) ব্যাথানাশক মেডিসিন দিন
৪) ধনুষ্টংকারের টিকা দিন।
৫) Rabies vaccine দেওয়ার ব্যাপারে ডাক্তারের সাথে আলাপ করুন।যেহেতু Hydrophobia বা জলাতংক রোগে মৃত্যুহার ১০০% সেহেতু টিকা দিয়ে দেওয়ায় উত্তম।
কীটপতঙ্গের কামড়ে কি করবেন?
১) ম্যাসাজ করবেন না। চুলকাবেন না।
২)খুব সাবধানে হুল বের করে নিন।ছুরির ভোতা সাইড ব্যাবহার করুন।চিমটি ব্যাবহার করবেন না।
৩) বরফ দিবেন যাতে ফুলা ও ব্যাথা কমে যায়।
৪) এন্টিহিস্টামিন খাবেন।
৫)এলার্জিক রিয়েকশন বেশি হলে সাধারন MBBS ডাক্তারের পরামর্শ নিন।
0 Comments