আমরা আমাদের এন্ড্রয়েড মোবাইলে অনেক app ডাউনলোড করি। আর, এই জন্য Play Store ব্যাবহার করতে হয়।
Play Store এর app গুলোর মধ্যে কিছু app এর ব্যাপারে Play Store নিজে থেকেই Editor’s Choice লিখে দেয়। যেমনঃ Facebook, Messenger ইত্যাদির মতো app ডাউনলোড করতে গেলে দেখবেন- Install বাটনের উপরে Editor’s Choice লেখা আছে। Play Store নিজে থেকেই তাদের app গুলো যাচাই- বাছাই করে দেখার পর যেগুলো তাদের কাছে সেরা (best) মনে হয়, সেগুলোকে Editor’s Choice কালেকশনের মধ্যে স্থান দেয়। তাই, যেসকল app ডাউনলোড করার সময় ‘Editor’s Choice’ লেখা দেখা যায়, সেগুলো হচ্ছে Play Store এর সেরা মানের app।
আবার, বিভিন্ন app ইন্সটল করার সময় লেখা আসে-
$ In-app purchases
এর মানে হচ্ছে, আপনি সেই app ফ্রিতে ডাউনলোড করতে পারলেও, সেই app এর মধ্যে এমন কিছু feature আছে যা ব্যাবহার করতে আপনাকে dollar pay করতে হবে।
আবার, কিছু app ইন্সটল করার সময় লেখা আসে-
Verified by Play Protect
Play Protect মূলত scan করার কাজ করে। আপনি যখন কোন app ডাউনলোড করেন, তখন আপনার মোবাইলে ডাউনলোড হয়ে আসার আগেই Play Protect একটি scan করে দেখে যে, সেই app টিতে কোন ক্ষতিকর প্রোগ্রাম আছে কিনা। যদি না থাকে, তবেই আপনার মোবাইলে app টি ডাউনলোড হয়।
আর, কোন app ইন্সটল করার সময় যদি ‘Contains ads’ লেখাটি দেখতে পান তাহলে বুঝবেন যে, এই app ব্যাবহার করার সময় আপনাকে বিভিন্ন ads দেখানো হবে।
তবে, আপনি যদি iphone ব্যাবহার করেন তাহলে Play Store এর বদলে App Store থেকে app ডাউনলোড করতে হবে। কারন, এন্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেম হচ্ছে android (linux based) আর, iphone এর অপারেটিং সিস্টেম হচ্ছে iOS। যেহেতু, কিছু app শুধুই android অপারেটিং সিস্টেমে চলতে পারে আর, কিছু app শুধু iOS এ চলতে পারে তাই, এই আলাদা প্লাটফর্ম।
আপনার মোবাইলে শুধু Play Store থেকেই app ডাউনলোড করুন। অন্য কোন অনিরাপদ ওয়েবসাইট থেকে চটকদার app ডাউনলোড করতে গিয়ে হ্যাকিং এর স্বীকার হবেন না।
সবার নিরাপত্তা কামনা করে আমার লেখা এখানেই শেষ করছি।
0 Comments