গুগল এর জুম এ্যাপ নিষিদ্ধ করার কারন গুলো জেনেনিন।- nbcbangla


সাম্প্রতি জুম এ্যাপ নিষিদ্ধ করেছে গুগল!

ভিডিও কনফারেন্সিং এর জন্য কাজে লাগাচ্ছিলেন জুম এ্যাপ্লিকেশন। এবার এই জুম এ্যাপই কর্মীদের জন্য নিষিদ্ধ করল গুগল।

কর্মীদের ল্যাপটপ থেকে জুমকে নিষিদ্ধ করে দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তথ্য নিরাপত্তা। এমনটাই জানিয়েছেন গুগলের মুখপাত্র জোসে কাস্টানেডার।

তিনি বলেন, সম্প্রতি আমাদের সিকিউরিটি টিম জানিয়েছে জুম কর্পোরেট কম্পিউটারগুলোতে আর চলবে না। আমাদের এ্যাপ যেগুলো মূলত কর্মীরা ব্যবহার করেন, তাদের যে সিকিউরিটি স্ট্যান্ডার্ড রয়েছে তার সঙ্গে কোনোভাবেই মেলে না এই এ্যাপ্লিকেশন।

তিনি আরো বলেন, যদিও গুগল মোবাইল এ্যাপ্লিকেশন এবং ব্রাউজার থেকে জুম ব্যবহার করা যাবে।

সম্প্রতি ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং দেশের সাইবার সুরক্ষা এজেন্সি সম্প্রতি ভারতের জনগণকে জুম এ্যাপ্লিকেশনের সিকিউরিটি নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতামত জুম এ্যাপ সাইবার সিকিউরিটি গত হামলার একটি রাস্তা খুলে দিতে পারে।

এই এ্যাপ্লিকেশনটি ব্যবহার করে সাইবার অপরাধীরা আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে সেগুলোর দুর্ব্যবহার করতে পারে। তাই এ্যাপ ব্যবহারে সতর্কতা অবলম্বন করি। এক্ষেত্রে Google Hangouts, Google Meet অথবা Microsoft Teams নিরাপদ।