এডসেন্স নিয়ে কিছু কথা যা সবার জানা প্রয়োজন জেনেনিন - nbcbangla
যারা অনলাইনে কাজ করতে চান, ওয়েবসাইট ব্লগার এডসেন্স নিয়ে কাজ করতে চান আজ তাদের সবার উদ্দেশ্যে এডসেন্স বিষয়ক কিছু কথা বলতে চাই।
অনেকেই সাইট খোলার ১৫-২০দিন না যেতেই এডসেন্সের জন্য পাগল হয়ে যায়।
কিন্তু ভাই, আপনি কি জানেন, বাংলাদেশে এডসেন্স এপ্রুভ করাটা যতটা সহজ, তারচেয়ে সহজ এডসেন্স ডিসেবল/এড লিমিট করা!!!
আপনার সাইটের বয়স ১বছর হোক, যদি ডেইলি ভিজিটর ১হাজার+ না আসে,তাহলে এডসেন্স এপ্লাই করা উচিৎ না। (আমার ব্যাক্তিগত অভিমত)
সাইটে যদি প্রতিদিন ৩০০-৪০০ ভিজিটর থাকে,আপনার ১০০$ হতে ২-৩বছর লাগবে!! উন্টা আপনি হতাশ হয়ে কাজ ছেড়ে দিবে। সেজন্য বলি, এডসেন্সের চিন্তা না করে,ভালো কোয়ালিটি কন্টেন্ট আর ভিজিটর আনার চেস্টা করুন।
অল্প ভিজিটর নিয়ে এডসেন্স পেলে,সেটাতে ১/২টা ইনভেলিড ক্লিক পড়লে/ট্রাফিক আসলে,সেটা এড লিমিট করে দেয়। তখন আম,ছালা দুটোই যাবে।
তাই শেষকথা, প্রতিদিন গড়ে ১হাজার ভিজিটর যখন আসবে,তখনই এডসেন্স আবেদনের চিন্তা মাথায় আনবেন।
প্রতিদিন ৩০০-৪০০ ভিজিটর নিয়ে এডসেন্স পেয়ে লাভ নেই।
0 Comments