মোরগ কেন ভোর হওয়ার আগেই ডাকাডাকি শুরু করে? - nbcbangla


আসলে প্রাণীদেহে অভ্যন্তরীণ একটা ঘড়ি আছে৷  এই ঘড়িকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সার্কেডিয়ান রিথিম। দিন রাত যেমন ২৪ ঘন্টা বেজড,  তেমনি আমাদের শরীরের ভেতরে থাকা ঘড়িটাও ২৪ ঘন্টা বেজড।

যেমন ধরেন,  আপনি যদি আজকে ঈশার নামাজ পড়ে রাত ৯ টায় ঘুমাতে গেলেন,  তাহলে পরের দিন ঠিক ২৩-২৪ ঘন্টা পরে,  রাত ৮-৯ টার দিকে আপনার ঘুম চলে আসবে।  এই পরিমাণটা কিন্ত ২০ ঘন্টা বা ৩০ ঘন্টা হবে না৷  ২৪ ঘন্টাই হবে সাইকেলটার সময়। এটাকেই বলে দেহ ঘড়ি। পৃথিবী যেমন ২৪ ঘন্টায় একবার নিজ অক্ষের উপুর ঘুরে আসে,  তেমনি আমাদের শরীরের দেহ ঘড়িটিও ২৪ ঘন্টা পরপর  শরীরবৃত্তীয় কাজ সমূহের রিপিট করে থাকে।  এ যেন মহান আল্লাহর সৃষ্টি জগতের এক অপার রহস্য৷ এই দেহ ঘড়ির কারণেই আমরা দিন ও রাতের  আবর্তন এর সাথে নিজেদের ঘুম,  খাওয়া, গোসল ইত্যাদি কাজ কে মিলিয়ে নিতে পারি।

মোরগের শরীরেও এরকম একটি দেহ ঘড়ি আছে৷  আর এই দেহ ঘড়ির কারণেই মোরগ বুঝতে পারে,  কখন ভোর হচ্ছে। মোরগ কে অন্ধকার ঘরে আটকিয়ে রাখলেও,  সে ভোর হবার আগেই ডেকে উঠবে৷  মূলত মোরগের জিনের ভেতরেই এই বৈশিষ্ট্য দেয়া আছে।

যদি কোথাও একাধিক মোরগ থাকে,  তবে তাদের ভেতর আলফা মোরগটি বা সবচেয়ে শক্তিশালী মোরগটি আগে ডাকবে৷  এরপর বাকীগুলো আলফা মোরগটিকে অনুসরণ করবে৷