জেনে নিন কম্পিটার এর জন্য কোন কম্পানির মাদারবোর্ড টা ভালো হবে !-nbcbangla


নতুন কম্পিটার কিনবেন অনেকেরই মনে প্রশ্ন থাকে যে,কোন কম্পানির মাদারবোর্ড দিয়ে কম্পিটার মেক করলে কম্পিটার এর কাজ ভালো হবে।
এটা কোন প্রশ্নই হল না।
কোন ব্র‍্যান্ডের সব জিনিস সব সময় ভাল না। উদাহরণস্বরূপ, AMD সিপিউর ওয়ান অফ দা বেস্ট মাদারবোর্ড MSI এর, একই সাথে সবথেকে খারাপ কোয়ালিটির মাদারবোর্ডটাও MSI এরই।

গিগবাইট, আসুস, এসরকেরও একই অবস্থা, সেরা কিছু মডেল আছে আবার একই সিরিজে জঘন্য কিছু মডেলও আছে। প্রত্যেক কোম্পানির এভাবে যেমন ভাল প্রোডাক্ট আছে সেরকম খারাপ প্রোডাক্টও আছে।

কেউই 'বেস্ট' না। আর মাদারবোর্ড ব্র‍্যান্ড দেখে হিসাবও হয়না। প্রথমে সিপিউ, তারপরে চিপসেট, তারপরে অন্যান্য কম্পোনেন্ট, তারপরে আপনার কাজ আর সবশেষে সবকিছুর সাথে সামাঞ্জস্য রেখে বাজেট অনুযায়ী আসে মাদারবোর্ড।

এখানে ব্র‍্যান্ডের বিশেষ কোন গুরুত্ব নাই, কারণ প্রচলিত ব্র‍্যান্ডের একটাও খারাপ বা লো কোয়ালিটি না, সব পপুলার আর নামিদামী ব্র‍্যান্ড। প্রয়োজন আর বাজেট অনুযায়ী নির্দিষ্ট রেঞ্জে একাধিক মাদারবোর্ড থাকতে পারে, তখন বাকিটা নির্ভর করে অতিরিক্ত ফিচার, ডিজাইন আর পারসোনাল প্রিফারেন্সের উপর।

Big budget MSI,
Mid Budget Asus
Low budget Gigabyte

আপনি যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কে কমেন্টস এ মেসেজ করবেন আমরা আপনাকে সাহায্য করবো।অথবা মেইলে ও যোগাযোগ করতে পারেন।যোগাযোগের ঠিকানা Contuct Us।
ধন্যবাদ  nbcbangla.com এর সাথে থাকার জন্য।প্রয়োজনে পরে ব্যাবহার করার জন্য পোষ্টটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রাখতে পারেন।

অন্যকোন যে কোন প্রকার সাহায্যর জন্য আমাদের কমেন্টস করতে পারেন আমরা করার চেষ্টা করবো।