কি ভাবে আপনার নতুন কম্পিউটার সেটিং করবেন এবং কম্পিউটার পার্টস এর মূল্য 2020 - nbcbangla
সল্প মূল্যে নতুন কম্পিটার এবং ডেস্কটপ সেটিং। খুব কম মূল্যে আপনি একটি পরিপূর্ণ এবং ভালো কনফিগারেশন এ একটি ডেস্কটপ কম্পিটার ক্রয় করতে পারবেন।কম্পিটার এ বিভিন্ন পার্টস এর মূল্য বা দাম।
১৫ হাজার টাকায় ডেস্কটপ নিবেন যেভাবে
মাদারবোর্ড- ৩,৩০০/-
প্রসেসর (কোর আই ৩)- ১,৭০০/-
র্যাম (২ জিবি)- ৬০০/-
হার্ডডিস্ক (৫০০ জিবি)- ১,৩০০/-
মনিটর (১৭")- ৩,৩০০/-
ডিভিডি প্লেয়ার- ১,০০০/-
পাওয়ার সাপ্লাই- ৫০০/-
কুলিং ফ্যান- ২০০/-
কেসিং- ১,০০০/
মাউস+কী বোর্ড- ৬০০/-
হেডফোন- ২৫০/-
অন্যান্য- ১,০০০/-
সর্ব মোট ১৫,০০০/- টাকার মাঝেই আপনি এমন একটি ডেস্কটপ পাবেন, যা দিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা দামের কনফিগারেশনের ল্যাপ্টপের কাজ করতে পারবেন।
আসুন নিজে জানি,শেয়ার করে অন্যকে জানাই ও সহজ করি।
সম্পর্কে এর থেকেও ভাল পরামর্শ থাকলে জানাতে পারেন।
0 Comments